BCS Question

৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এ আসা কিছু বাংলা প্রশ্নের উত্তর দেওয়া হলো

পরীক্ষার তারিখঃ ০৩.০৫.২০১৯

৪০ তম বিসিএস প্রিলিমিনারি (Bcs Quection) টেস্ট ২০১৯

বিষযঃ বাংলা


১। বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কি বলে?

(ক) বিভক্তি    (খ) প্রত্যয়     (গ) কারক     (ঘ) অনুসর্গ

২। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ

(ক) ফারসি    (খ) পর্তুগিজ     (গ) ওলন্দাজ      (ঘ) পাঞ্জাবি

৩। কোন শব্দ যুগল বিপরীতার্থক নয়?

(ক) কম-বেশি    (খ) কুটিল-সরল     (গ) ঐচ্ছিক -অনাবস্যিক    (ঘ) কদাচার-সদাচার

৪। দ্বারা, দিয়া, কর্তৃক-বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

(ক) তৃতীয়া বিভক্তি    (খ) প্রথমা বিভক্তি     (গ) দ্বিতীযা বিভক্তি      (ঘ) শূন্য বিভক্তি

৫। ”অভিরাম” শব্দের অর্থ কি?

(ক) বিরামহীন    (খ) বালিশ     (গ) চলন      (ঘ) সুন্দর

৬। শরতের শিশির__ বাগধারা শব্দটির অর্থ কি?

(ক) সুসময়ের বন্ধু    (খ) সুসময়ের সঞ্চয়     (গ) শরতের শোভা      (ঘ) শরতের শিউলি ফুল

৭। শিবরাত্রির সলতে_বাগধারাটির অর্থ কি?

(ক) শিবরাত্রির আলো    (খ) একমাত্র সঞ্চয়     (গ) একমাত্র সন্তান      (ঘ) শিবরাত্রির গুরুত্ব

৮। ‘প্রোষিতভর্তৃকা’ শব্দটির অর্থ কী?

(ক) ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী    (খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে

(গ) ভূমিতে প্রোথিত তরুমূল     (ঘ)যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে

৯। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

(ক) কারক    (খ) লিখিত   (গ) বেদনা   (ঘ) খেলনা

১০। ‘Attested’-এর বাংলা পরিভাষা কোনটি?

(ক) সত্যায়িত   (খ) প্রত্যয়িত  (গ) সত্যায়ন   (ঘ) সংলগ্ন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *