সংখ্যা কাকে বলে কত প্রকার ও কি কি

আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের মাঝে হাজির হয়েছি একটি গাণিতিক টপিক নিয়ে যা হল সংখ্যা। আমাদের গাণিতিক যেকোনো বিষয়ে সমাধান করার জন্য সংখ্যা বিষয়টি জানা খুবই প্রয়োজন। তাহলে চলো জেনে নেওয়া যাক সংখ্যা কাকে বলে এবং কত প্রকার ও কি কি নিচে নিয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ

সংখ্যা কাকে বলে

সংখ্যা হলো এক ধরনের চিহ্ন বিশেষ, যা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে এবং যা গণনার কাজে ব্যবহৃত হয়। দশটি অঙ্ক সহ আরও কতকগুলি চিহ্নের ( যেমন দশমিক বিন্দু , বর্গ , বর্গমূল ইত্যাদি ) সাহায্যে যা তৈরি হয়, তাকে সংখ্যা বলে।

উদাহরণসমূহ

সংখ্যার কিছু উদাহরণ নিচে দেওয়া হলঃ

  • স্বাভাবিক সংখ্যা: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
  • পূর্ণসংখ্যা: -9, -8, -7, -6, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
  • মৌলিক সংখ্যা: 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, ..
  • যৌগিক সংখ্যা: 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18, …
  • ভগ্নাংশ: 1/2, 2/3, 3/4, 4/5, 5/6, 6/7, 7/8, 8/9, 9/10, ..
  • দশমিক: 0.5, 2.3, 3.4, 4.5, 5.6, 6.7, 7.8, 8.9, 9.10, …
  • নৈর্ব্যক্তিক সংখ্যা: π, e, √2, √3, √5, …

সংখ্যার প্রকারভেদ

সাধারণত সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ

  • অবাস্তব সংখ্যা
  • বাস্তব সংখ্যা

সংখ্যা কাকে বলে কত প্রকার ও কি কি

অবাস্তব সংখ্যা কাকে বলে

যে সংখ্যার কোন ব্যবহার নেই প্রয়োগ নেই তাকে অবাস্তব বা জটিল সংখ্যা বলে। যেমনঃ বাস্তব সংখ্যা+ কাল্পনিক সংখ্যা= অবাস্তব সংখ্যা,   ৩+৮j- অবাস্তব সংখ্যা।

বাস্তব সংখ্যা

যে সংখ্যাগুলি নিয়ে আমরা বাস্তবে কাজ করে থাকি তাই মূলত বাস্তব সংখ্যা। অন্য কথা বলতে গেলে, সকল প্রকার মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়। যেমনঃ √2, √3, √7,0,1,2,3,  1.2365,

বাস্তব সংখ্যা কত প্রকার

বাস্তব সংখ্যা কে দুই ভাগে ভাগ করা হয়েছেঃ

  • মূলদ সংখ্যা
  • অমূলদ সংখ্যা

মূলদ সংখ্যা

যে সংখ্যাকে p/q প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেখানে q≠0 ,q এর মান ০ হতে পারবে না। যেমনঃ 3/1=1, 1/2=0.5

অমূলদ সংখ্যা

যে সংখ্যাকে p/q প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। পূর্ণসংখ্যা p ও q পূর্ণ সংখ্যা।যেখানে q≠0 যেমনঃ √2=1.4142… √5/2=1.118….

মূলদ সংখ্যা কে দুই ভাগে ভাগ করা হয়েছে যথাঃ

  • পূর্ণ সংখ্যা
  • ভগ্নাংশ সংখ্যা

পূর্ণ সংখ্যা

শুন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমনঃ ০,২, ৩,-১ -২-৩

ভগ্নাংশ সংখ্যা

p/q আকারের কোন সংখ্যা প্রকাশ হলে তাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। যেমনঃ ২/৩, ৫/৬, -৫/৮

পূর্ণ সংখ্যা কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যথাঃ

  • ধনাত্বক পূর্ণ সংখ্যা
  • শূন্য
  • অঋণাত্বক সংখ্যা

ধনাত্বক পূর্ণ সংখ্যা

শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। যেমনঃ২,৫,৭,০.৫৪৭, ৮/২

ঋণাত্বক পূর্ণ সংখ্যা

শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যা কে ঋণাত্মক সংখ্যা বলা হয়। ঋণাত্মক সংখ্যাগুলিকে – চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেমনঃ -১ ,-২,-৩ -৫, -১২ -√2

ধনাত্মক পূর্ণ সংখ্যা কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যথাঃ

  • মৌলিক সংখ্যা
  • যৌগিক সংখ্যা
  • এক

মৌলিক সংখ্যা

যেসব পূর্ণসংখ্যা দুইটি মাত্র স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ যেসব পূর্ণসংখ্যার দুটিমাত্র উৎপাদক ১ এবং নিজেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন ১, ২, ৩, ৫, ৭, ১১,

যৌগিক সংখ্যা

যেসব সংখ্যাকে ১ এবং নিজের পাশাপাশি অন্য কোনো সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, তাদের যৌগিক সংখ্যা বলে। যেমন: ৪, ৬, ৮, ১০, ১২,

ভগ্নাংশ কত প্রকার?

ভগ্নাংশ দুই প্রকার যথাঃ

  • সাধারন ভগ্নাংশ সংখ্যা
  • দশমিক ভগ্নাংশ সংখ্যা

সাধারন ভগ্নাংশ সংখ্যা

লব হর নিয়ে গঠিত ভগ্নাংশই হল সাধারণ ভগ্নাংশ। যেমন ঃ৫/৮,২/৩,১/৫ ইত্যাদি

দশমিক ভগ্নাংশ সংখ্যা

যে সকল ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্য  প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ  বলে।  যেমন ঃ ২.৫, ৩.২, ৬.৯ ইত্যাদি

সাধারণ ভগ্নাংশ তিন প্রকার যথাঃ

  • প্রকৃত ভগ্নাংশ
  • অপ্রকৃত ভগ্নাংশ
  • মিশ্র ভগ্নাংশ

প্রকৃত ভগ্নাংশ

যে ভগ্নাংশের লব, হরের চেয়ে ছোট হয় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমনঃ ১/৫, ১৩/১৭ এবং ৫/১৮।

অপ্রকৃত ভগ্নাংশ

যে ভগ্নাংশের লব, হরের চেয়ে বড় হয় সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমনঃ ৭/৩, ১৭/১৩ ১২/৫ এবং ১৮/৫

মিশ্র ভগ্নাংশ

যদি কোন ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয় তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমনঃ ১-৫/৮, ৩-১/৭ ইত্যাদি

দশমিক ভগ্নাংশ দুই প্রকার যথাঃ

  • সসীম দশমিক ভগ্নাংশ
  • অসীম দশমিক ভগ্নাংশ

সসীম দশমিক ভগ্নাংশ

দশমিক বিন্দুর পর অংক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমনঃ ২.০৫ ,৫.২০

অসীম দশমিক ভগ্নাংশ

দশমিক বিন্দুর পর অংক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমনঃ ১.১২২২২২…. ,৮.২৩২৩২৩…..

 অসীম অনাবৃত্ত দশমিক

যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় না, তাকে অসীম অনাবৃও দশমিক  বলে। যেমনঃ2.460983406…
3.095640230…
√2 = 1.4142135623730950488016…..

পরিশেষে বলা যায়, উপরের তথ্যগুলি আমার শিক্ষার্থী বন্ধুদের খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণভাবে কাজে আসবে এবং আশা করছি উপরে তথ্যগুলো আপনাদের খুবই ভালো লেগেছে, অতএব সংখ্যা সম্পর্কে আরো কোন তথ্য জানতে চাইলে অথবা যে কোন বিষয় সম্পর্কে জানতে চাইলে নিচে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ‘ধন্যবাদ’

Similar Posts

6 Comments

    1. ধন্যবাদ আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে banglaquestion.com এর সাথে থাকুন

  1. ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। কিন্তু আর একটু সূক্ষভাবে Re-check করে দিবেন।
    অমূলদ সংখ্যার এইখানে”√2=1.732…” ভুল হয়েছে। এটি√2=1.4142….. হবে ধন্যবাদ।

    1. ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে banglaquestion.com এর সাথে থাকুন

    1. ধন্যবাদ আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে banglaquestion.com এর সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *