Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?

ইংরেজি sentence এ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে parts of speech. আজকে আমরা জানতে পারবো parts of speech bangla, parts of speech কাকে বলে, parts of speech কত প্রকার ও কি কি উদাহরণসহ

parts of speech কাকে বলে

বাক্যের মধ্যে অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই parts of speech বলে। এখানে part অর্থ হল “অংশ” এবং speech অর্থ হলো ”কথা” অথবা ”বাক্য”। অর্থাৎ parts of speech হল বাক্যের অংশ এক একটি অংশ। একে বাংলা ভাষায় পদ প্রকরণ বলে।

Example

  • Rahim goes to school
  • Karim is working in the field.
  • I ate rice.
  • Kalam is a good student.
  • Where are you living?

উপরের বাক্যগুলোতে Rahim, goes, to, school, Karim, is, working, in, the, field, I ate rice, Kalam, is, a, good, student, Where, are, you, living প্রত্যেকটি শব্দই এক একটি parts of speech।

NOTE

  • শব্দগুলোকে বাক্যের মধ্যে ব্যবহার না করলে সেগুলোকে Part of Speech বলা যায় না।
  • শব্দগুলোকে তাদের কাজের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, এই শ্রেণীগুলোকে Part of Speech বলে। কিন্তু
  • শব্দগুলোকে বাক্যের মধ্যে ব্যবহার না করলে সেগুলোকে কোন শ্রেণীতে ভাগ করা যায় না।
  • শব্দগুলোকে তাদের কাজের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, কিন্তু এই শ্রেণীগুলোকে শুধুমাত্র বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দগুলোর জন্য ব্যবহার করা হয়

ইতিমধ্যে আমরা জানতে পেরেছি parts of speech bangla (পদ কাকে বলে,) কাকে বলে?  নিচে চিত্রের মাধ্যমে parts of speech bangla প্রকারভেদ গুলো দেখানো হলো

parts of speech bangla
parts of speech কাকে বলে

parts of speech এর প্রকারভেদ

সাধারণত parts of speech মোট আট প্রকার। যথাঃ

  1. Noun(বিশেষ্য)
  2. Pronoun(সর্বনাম)
  3. Adjective(বিশেষণ)
  4. Preposition(পদান্বয়ী অব্যয়)
  5. Verb(ক্রিয়া)
  6. Adverb(ভাব বিশেষণ)
  7. Conjunction(সমুচ্চয়ী অব্যয়)
  8. Interjection(আবেগসূচক অব্যয়)
parts of speech সংক্ষেপে বাংলায় সংজ্ঞা
Noun কোন কিছুর নামকেই Noun বলা হয়
Pronoun Noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়
Adjective Noun অথবা Pronoun এর দোষ গুণ অবস্থা প্রকাশকারী শব্দ
Preposition এটি Noun এর আগে বসে এবং Noun এর সাথে অন্য কোন শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে
Verb কোন প্রকার কাজ করা বা কোনো অবস্থাকে বুঝায়
Adverb Adverb দ্বারা সাধারণত verb কোথায়, কিভাবে, কখন, কেন, কতবার কি শর্তে সম্পন্ন হওয়া বোঝায়
Conjunction Conjunction, এটি বাক্যে যুক্তি কারী হিসেবে কাজ করে
Interjection Interjection, এটি বাক্যে আবেগ, উচ্ছ্বাস, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে

 

Noun কাকে বলে

যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে Noun বলে। অথবা, যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, বা ঘটনার নাম বোঝানো হয় তাকে Noun বলে। আমাদের চোখের সামনে যেসব জিনিস আমরা দেখতে পাই, সেগুলোরও Noun।

Example

  • Rahim is a student. (এই বাক্যে Rahim একজন ব্যক্তির নাম )
  • Dhaka is the capital of Bangladesh. ( এই বাক্যে Dhaka এবং Bangladesh হল স্থানের নাম )
  • Water is liquid. (এই বাক্যে Water হলো বস্তুর নাম )

Noun এর প্রকারভেদ

Noun কে সাধারণত দুই দিক দিয়ে ভাগ করা যায়। যথাঃ

  • Concrete Noun(ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য)
  • Abstract Noun(গুণবাচক বিশেষ্য)

Concrete Noun কে আবার চারভাগে ভাগ করা হয়। যথাঃ

  • Proper Noun
  • Common Noun (জাতিবাচক বিশেষ্য)
  • Collective Noun
  • Material Noun

⇒Concrete এর চার প্রকার এবং Abstract Noun মিলে পাঁচ প্রকার হয়। সুতরাং আমরা বলতে পারি Noun মোট পাঁচ প্রকার

  1. Proper Noun(নাম বাচক বিশেষ্য)
  2. Common Noun(জাতিবাচক বিশেষ্য)
  3. Collective Noun(সমষ্টিবাচক বিশেষ্য)
  4. Material Noun(বস্তুবাচক বিশেষ্য)
  5. Abstract Noun(গুণবাচক বিশেষ্য)

Pronoun কাকে বলে

Noun এর পরিবর্তে ব্যবহৃত শব্দকে Pronoun বলে। এখানে, pro শব্দের অর্থ পরিবর্তে বা পক্ষে। pronounশব্দের অর্থ Noun পরিবর্তে বা পক্ষে। যেমন, I, We, he, she, you, they, who, it ইত্যাদি

Example

  • Ratul has a book. He reads it.( এখানে, Ratul হল একটি Noun. এই Noun বারবার ব্যবহার না করে দ্বিতীয় বাক্যে এর পরিবর্তে He ব্যবহার করা হয়েছে। He হল একটি pronoun)
  • She came in the evening.( এখানে she হল একটি pronoun)

Pronoun এর প্রকারভেদ

Pronoun কে সাধারণত ৯ ভাগে ভাগ করা যায়। যথাঃ

  1. Personal Pronoun: I, We, she, he, it, my, his, her.
  2. Reflexive Pronoun: Myself, Himself, Themselves.
  3. Interrogative Pronoun: Who, What, Whom, Whose.
  4. Relative Pronoun: Who, What, whom, Which, whose.
  5. Indefinite Pronoun: one, Someone, Anyone.
  6. Demonstrative Pronoun: This, these, that, those.
  7. Distributive Pronoun: Each, Either, Every, Nither.
  8. Emphatic Pronoun: Myself, themself, himself.
  9. Reciprocal Pronoun:  one other, Each other

Adjective কাকে বলে

যে parts of spech দ্বারা noun বা pronoun এর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।

Example

  • Hasib was weak in English.
  • shimu was intelligent
  • She was alone

এখানে প্রথম উদাহরণে ”weak” শব্দ দ্বারা দোষ বুঝাচ্ছে, দ্বিতীয় উদাহরণে ”intelligent” শব্দ দ্বারা গুণ বুঝাচ্ছে এবং তৃতীয় উদাহরণে ”alone” শব্দ দ্বারা অবস্থা বুঝাচ্ছ।

Adjective এর প্রকারভেদ

Adjective কে সাধারণত নয় ভাগে ভাগ করা হয়েছে যথা—

  1. Quality
  2. Quantity
  3. Number
  4. Interrogative
  5. Demonstrative
  6. Distributive
  7. Possessive
  8. Proper
  9. Emphatic

Preposition কাকে বলে

Preposition শব্দটি এসেছে দুটি লাতিন শব্দ “pre” (পূর্বে) এবং “position” (অবস্থান) থেকে। যে Parts of speech Noun, Pronoun এর পূর্বে বসে বাক্যে এর অন্য কোন word  এর সাথে উক্ত Noun, Pronoun এর সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে। অর্থাৎ, preposition শব্দটি এমন একটি শব্দ যা noun বা pronoun এর পূর্বে বসে এবং সেই noun বা pronoun এর অবস্থান বা সম্পর্ক প্রকাশ করে।

Example

  • There is a ball on the bench.
  • There is a cat under the bench.
  • The cat is walking to the bench.

উপরের বাক্য তিনটিতে on, under,to প্রত্যেকটি preposition যারা দুটি Noun এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ preposition দেওয়া হল। যেমনঃ at, about, above, across, among, before, by, for, of, to, toward, under, up, with, on, into, out, etc.

Preposition এর প্রকারভেদ

সাধারণত Preposition কে সাত ভাগে ভাগ করা হয়েছে যথা–

  1. Simple Preposition: ( in, at, on, by, for, under, after, to ইত্যাদি )
  2. Double Preposition: ( into, upon, within, from ইত্যাদি)
  3. Compound Preposition: ( By+low= below, in+side= inside, by+fore= before ইত্যাদি)
  4. Phrase Preposition: ( in order to, according to, in front of, on brhalf of ইত্যাদি)
  5. Participle Preposition: ( present participle (verb + ing ), regarding, considering ইত্যাদি)
  6. Detached Preposition: (শুরুতে Wh এবং শেষে- preposition বসে)
  7. Disguised Preposition: ( preposition এর সংক্ষিপ্ত আকারে বসে )

Verb কাকে বলে

যে part of speech দ্বারা কোন প্রকার কাজ করা বা কোন অবস্থাকে বুঝায় তাকে verb বলে। ইংরেজি বাক্যের প্রাণ হল verb. verb ছাড়া একটি sentence অসম্পূর্ণ ও অর্থহীন।

Example

  • We play football
  • He eats rice.
  • I read Gitanjali.

উপরের বাক্য তিনটিতে play, eat, read হল এক একটি verb যা sentence সম্পূর্ণ এবং অর্থপূর্ণ করে তোলে| এছাড়াও কিছু verb নিচে দেওয়া হল wash, close, die, agree, lie, put, live, place, carry, stop etc.

verb এর প্রকারভেদ

ইংরেজি ভাষায় verb প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথাঃ

  • Finite Verb (সমাপিকা ক্রিয়া)
  • Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া)

Finite Verb কে আবার দুই ভাগে ভাগ করা হয় যথাঃ

  • Principal verb
  • Auxiliary verb

Non-Finite Verb কে আবার তিন ভাগে ভাগ করা হয় যথাঃ

  • Gerund
  • Infinitive
  • Participle

Adverb কাকে বলে

যে parts of speech দ্বারা সাধারণত verb কোথায়, কিভাবে, কখন, কেন, কতবার কি শর্তে সম্পন্ন হওয়া বোঝায় তাকে Adverb বলে| আবার অন্যভাবে বলা যায় যে, ক্রিয়ার উপর কোথায়, কখন, কিভাবে, কতবার, কেনো, কি শর্তে ইত্যাদি প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে Adverb বলে।

Example

  • He comes slowly
  • Why are you late?
  • I know the reason why he did it.

Adverb এর প্রকারভেদ

ব্যবহার অনুযায়ী Adverb কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-

  • Simple Adverb (সময়, স্থান, কারণ, পদ্ধতি, ইত্যাদি প্রকাশ পায়)
  • Relative Adverb ( where, when, why, how এই Adverb গুলি যখন বাক্যের মাঝখানে বসে একটি সম্পর্ক সৃষ্টি করে)
  • Interrogative Adverb ( where, when, why, how এই Adverb গুলি যখন বাক্যে প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয়)

Conjunction কাকে বলে

যে Parts of speech word, phrases, clauses, sentence প্রভৃতিকে যুক্ত করে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করে তাকে Conjunction বলে।

Example

  • Sima and Rima are sister.
  • Do or die.
  • If you will come, I go.

Conjunction এর প্রকারভেদ

Conjunction কে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। যথা-

  • Coordinating Conjunction ( And, but, or, so, yet, still, therefore, otherwise, however ইত্যাদি Coordinating Conjunction )
  • Subordinating Conjunction ( Although, though, if, since, when, as, while, as, while, that, because ইত্যাদি Subordinating Conjunction)
  • Correlative Conjunction ( Either—or, neither—nor, both—and, too—to, not only— but also, rather—than ইত্যাদি Correlative Conjunction)

Interjection কাকে বলে

একটি বাক্যে আবেগ, উচ্ছ্বাস, বিস্ময় ইত্যাদি সৃষ্টি করি শব্দ বা শব্দসমষ্টিকে interjection বলে। যেমন hurrah, alas, ah, oh, hush, ha, what ইত্যাদি interjection হিসেবে পরিচিত

Example

  • How pitty!
  • Alas! I failed.
  • Hi! hello. 

উপরের বাক্যে How, Alas, Hi হল এক একটি interjection, যা বাক্যে আবেগ প্রকাশ করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *