Tense কাকে বলে? কত প্রকার ও কি কি?

ইংরেজি Grammar এ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে Tense. আজকে আমরা জানতে পারবো Tense কাকে বলে, Tense কত প্রকার ও কি কি এবং এর গঠন সম্পর্কে উদাহরণসহ

Tense কাকে বলে?

ইংরেজি ব্যাকরণে, Tense বলতে কোন কাজ বা ঘটনা কখন ঘটছে বা ঘটেছিল বা ঘটবে তা বোঝানো হয়। Tense হল ক্রিয়ার একটি রূপ যা কাজ বা ঘটনার সময়কে নির্দেশ করে।

Tense কত প্রকার ও কি কি

Tense মূলত তিন প্রকার যথাঃ

  • Present Tense(বর্তমান কাল)
  • Past Tense(অতীত কাল)
  • Future Tense(ভবিষ্যৎ কাল)

Tense কাকে বলে

প্রতিটি Tense আবার চার ভাগে ভাগ করা হয়েছে যথাঃ

  • Indefinite Tense (অনির্দিষ্ট কাল)
  • Continuous Tense (চলতি অবস্থা)
  • Perfect Tense (সম্পন্ন বা শেষ অবস্থা)
  • Perfect Continuous Tense (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)

Present Tense কাকে বলে

যে Tense দ্বারা বর্তমান কালে সম্পন্ন বা হয়ে থাকা কাজ বোঝায়। কোন কাজ হয় বা হইতেছে এরূপ বোঝাতে Present Tense ব্যবহৃত হয়। যেমনঃ

  • I go to school(আমি স্কুলে যাই)
  • He writes a letter(সে একটি চিঠি লেখে)

Present Tense এর প্রকারভেদ যথাঃ

  • Present Indefinite Tense
  • Present Continuous Tense
  • Present Perfect Tense
  • Present Perfect Continuous Tense

Present Indefinite Tense

বর্তমান কালে ঘটে যাওয়া নিয়মিত বা অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য বা সাধারণ ঘটনা বোঝাতে Verb এর Present Indefinite Tense ব্যবহৃত হয়। যেমনঃ

  • রাতুল ভাত খায় -ratul eats rice
  • মিনা বই পড়ে – Mina reads a book
  • মারিয়া প্রতিদিন স্কুলে যায় – Mariya goes to school everyday
  • রহমান সাহেব সদা সত্য কথা বলেন – Mr Rahman always speaks the truth

গঠন:  subject + v 1 (মূল verb এর present from) + object + Extension

Note: এক্ষেত্রে কোন সাহায্যকারী verb  ছাড়াই মূল verb টি ব্যবহৃত হয়। শুধুমাত্র subject Third Person Singular Number হলে verb এর সাথে s বা es ব্যবহৃত হয়।

Present Continuous Tense

কোন কাজ বর্তমানে চলিতেছে বা হইতেছে এরকম বুঝালে Present Continuous Tense হয়।

  • আমি ভাত খাইতেছি -I am eating rice
  • বালকেরা ফুটবল খেলতেছে -The boys are playing football
  • রাফিত মাঠে কাজ করিতেছে – Rafit is working in the field

গঠন: subject +auxilaiary verb (am/is/are )+ মূল verb + ing + object

Note: subject টি যদি First person singular number ( I ) তাহলে auxilaiary verb ( Am ) আর subject টি যদি Third person singular number হয় তাহলে auxilaiary verb হিসেবে শুধু( is )বসবে, বাকি সব ক্ষেত্রে subject ( Are ) বসবে।

Present Perfect Tense

কোন কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বুঝালে Present Perfect Tense হয়। যেমনঃ

  • আমি ভাত খেয়েছি- I have eaten rice
  • সে এইমাত্র বরিশাল থেকে এসেছে – he has came from Barishal just now
  • রিনা একটি ছবি এঁকেছে -Rina has drawn a picture

গঠন: subject +Have/Has + মূল Verb এর past participle Form (v3) +object +Extension

Note: subject টি যদি Third person singular number হয় তাহলে( Have ) বাকি সব ক্ষেত্রে subject হবে ( Has ).

Present Perfect Continuous Tense

কোন কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি বা এখনো চলছে এরূপ বুঝালে কি Present Perfect Continuous Tense হয়

যেমনঃ

  • দুই ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে-It has been raining for 2 hours
  • রিনা তিন ঘন্টা যাবত বই পড়তেছে-Rina has been reading for two hours
  • আমি সকাল থেকে মাছ ধরিতেছি-I have been fishing since morning

গঠনঃ subject + have been/has been + মুল verb এর সাথে ing + object +Extension

Note: subject টি যদি Third person singular number হয় তাহলে( Have ) বাকি সব ক্ষেত্রে subject হবে ( Has )

Past Tense (অতীত কাল) কাকে বলে

একটি ক্রিয়া পদের রূপ যা অতীতে ঘটেছিল বা চলতেছিল এরূপ বুঝালে তাকে Past Tense বলে। যেমনঃ

  • আমি ভাত খেয়েছিলাম- I ate rice
  • আমি স্কুলে গিয়েছিলাম- I went to school
  • তারা গতকাল মাঠে খেলেছিল – They played in the field yesterday

Past Tense এর প্রকারভেদ যথাঃ

  • Past Indefinite Tense
  • Past Continuous Tense
  • Past Perfect Tense
  • Past Perfect Continuous Tense

Past Indefinite Tense

একটি ক্রিয়া পদের রূপ যা অতীতে কোন কাজ হয়েছিল বা ঘটেছিল এরূপ বুঝালে Past Indefinite Tense বলে। যেমনঃ

  • রাসেল গতকাল স্কুলে গিয়েছিল- Rasel went to school yesterday
  • রহিম গতকাল সকালে একটি বই পড়েছিল-Rohim read a book yesterday Morning
  • মা গতকাল রাতে রান্না করেছিল-Mother cooked yesterday Night

গঠনঃ subject + v-2( মূল verb এর past from) + object+ Extension

Past Continuous Tense

কোন ক্রিয়া দ্বারা অতীতের কোন কাজ হইতেছিল বা চলতেছিল এরূপ বুঝালে Past Continuous Tense হয়। যেমনঃ

  • আমি গতকালকে খেলতেছিলাম- I was playing yesterday
  • তানিয়া গতকাল বিকালে গান গাইতে ছিল – Tania was singing a song yesterday afternoon

গঠনঃ subject +was/were +(মূল verb এর সাথে ing)+object + Extension

Note: subject টি যদি first person singular Number হয় অথবা Third person singular number হয় তাহলে auxilaiary verb হিসেবে  (was) বসবে। বাকি সব ক্ষেত্রে (were) বসবে।

Past Perfect Tense

কোন ক্রিয়া পদের রূপ দ্বারা অতীতে দুটি কাজ সম্পন্ন হয়েছে যেটি আগে হয়েছে তাকে Past Perfect Tense বলে। যেটি পরে সম্পন্ন হয়েছে তাকে Past indefinite tense বলে। যেমনঃ

  • আমরা স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বাজিল – The bell had rung before we reached the school.
  • ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল – The patient had died before the doctor came.

গঠনঃ subject+ had +(মূল verb এর past  participle from ) v3 + object + Extension

note: যে কাজটি প্রথমে ঘটেছিল সেটি শুধুমাত্র past participle হবে।

Past Perfect Continuous Tense

অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়েছিল, তাদের মধ্যে যেটি পূর্বে হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে চলছিল তাকে Past Perfect Continuous Tense বলে। যেটি পরে সম্পন্ন হয়েছিল সেটি past Indefinite tense বলে।

  • গতকাল আমি দুই ঘন্টা যাবত পড়িতেছিলাম- I had been Reading for two hours yesterday.
  • জেলেরা গতকাল দুই ঘন্টা যাবত মাছ ধরিতেছিল- The fisherman had been catching  fish for two hours yesterday.

গঠন: subject +had +been+ (মূল verb সাথে ing )+ object + Extension

Future Tense (ভবিষ্যৎ কাল) কাকে বলে

ভবিষ্যৎ কালে কোন কাজ সংঘটিত হবে বোঝালে Future Tense হয়। যেমন:

  • আমি স্কুলে যাব – I will go to school
  • আমি ভাত খাব –  I shall eat rice

Future Tense এর প্রকারভেদ:

  • Future Indefinite Tense.
  • Future Continuous Tense.
  • Future Perfect Tense.
  • Future Perfect Continuous Tense.

Future Indefinite Tense

ভবিষ্যতে কোন কাজ হবে বা হইবে এরূপ বুঝালে Future Indefinite Tense হয়। যেমনঃ

  • তানিয়া কালকে স্কুলে যাবে- Taniya will go to school yesterday.
  • তাহারা বাজারে যাবে – They will go to the Market.

গঠন: subject + shall/will + (মূল verb এর present from)/ v 1 + object +Extension

Note: subject অনুযায়ী shall/will বসবে  এবং verb এর present from বসবে।

Future Continuous Tense

কোন ক্রিয়া দ্বারা ভবিষ্যতে কোন কাজ চলিতে থাকিবে বা হইতে থাকিবে এরূপ বুঝালে Future Continuous Tense হয়। যেমনঃ

  •  আগামীকাল তাহারা নদীতে সাঁতার কাটিতে থাকবে – They will be swimming in the river tomorrow
  •  আগামীকাল আমি একটি ছবি আঁকিতে থাকব – I shall be drawing a picture tomorrow

গঠনঃ sub + shall be/will be + মূল verb এর সাথে ing + object + Extension

Note: এক্ষেত্রে মূল verb এর সাথে ing হবে এবং subject অনুযায়ী shall be/will be বসবে।

Future Perfect Tense

ভবিষ্যতে দুইটি কাজের মধ্যে একটি কাজ আগে ও একটি কাজ অধিকতর পরে  হবে এরূপ বুঝালে যে কাজটি  আগে হবে সেটির  Future Perfect Tense হয় এবং অন্য কাজটি Present Indefinite Tense এ ব্যবহৃত হয়। যেমনঃ

  • সে সূর্য উদয়ের পূর্বে কাজটি সম্পন্ন করবে – He will Have completed the work before the Sun sets.
  • আমরা সকাল দশটার মধ্যে এখানে পৌঁছাব – We shall have arrived here by 10 am

 গঠনঃ subject +  shall have/ will have + মূল  verb এর past participle from / v3 + object + Extension

Note: এক্ষেত্রে verb এর past participle from হবে এবং subject অনুযায়ী shall have/ will have বসবে।

Future Perfect Continuous Tense

ভবিষ্যতে কোন ক্রিয়া দ্বারা একটি কাজ নির্দিষ্ট সময় অন্তর চলিতে থাকিবে এরূপ বুঝালে Future Perfect Continuous Tense হয়। যেমনঃ

  • সে চার বছর যাবত ইউনিভার্সিটিতে পড়িতে থাকবে – he/she will have been reading  in this university for four year.
  • বাবা আসিবার পূর্বে মা রান্না করিতে থাকিবে – Mother will have been cooking before father comes.

গঠনঃ sub + shall have been/ will have been + মূল verb এর সাথে ing + object Extension

Note: এক্ষেত্রে মূল verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী shall have been বা will have been এর যে কোন একটি বসে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *