Verb কাকে বলে? কত প্রকার ও কি কি?

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের মাঝে একটি Grammatical টপিক নিয়ে আলোচনা করব যা হল Verb. তাহলে চলো জেনে নেওয়া যাক verb কাকে বলে? এ বিষয়ে নিজে বিস্তারিত আলোচনা করা হলোঃ

Verb কাকে বলে

Verb বা ক্রিয়া হলো এমন শব্দ যা কোন কাজ, অবস্থা, ঘটনা বা পরিবর্তনকে নির্দেশ করে। বাক্যে, ক্রিয়া বিশেষ্যের সাথে যুক্ত হয়ে কর্তার কী করছে, কী হচ্ছে, অথবা কী হবে তা বুঝিয়ে দেয়।

সহজভাবে বলতে গেলে,  Verb বা ক্রিয়া হলো এমন শব্দ যা কোন কাজ, অবস্থা, বা ঘটনা বোঝায়।

Verb এর প্রকারভেদ

সাধারণত verb দুই প্রকার যথা:

  • Finite verb(সমাপিকা ক্রিয়া)
  • Non-Finite verb(অসমাপিকা ক্রিয়া)

Finite verb(সমাপিকা ক্রিয়া) কাকে বলে

যে Verb দ্বারা Sentence-এর বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় এবং Subject এর  Number Person, ও Verb এর Tense অনুসারে যাদের গঠন এর রূপ পরিবর্তন ঘটে, তাদেরকে Finite verb বলে। যেমন: he sing a song

Finite verb দুই প্রকার যথা:

  • Principal verb
  • Auxiliary Verb

Principal verb

Principal verb হলো একটি বাক্যে এমন একটি ক্রিয়া যা স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং অন্য কোনো সহায়ক ক্রিয়ার উপর নির্ভর করে না।

অন্যভাবে বলতে গেলে, যে বাক্যে একটি মাত্র verb বা শুধু  s/es যুক্ত verb থাকে তাকে Principal verb বলে। যেমনঃ

  • I am in class Ten
  • Rahim goes to school

Principal verb ২ ভাগে ভাগ করা হয় যথা:

  • Transitive Verb
  • Intransitive Verb

Transitive Verb

যে sentence বা বাক্যে একটি  verb এর পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য যে Object প্রয়োজন হয় তাকে Transitive Verb বলে। যেমনঃ she goes to school

Intransitive Verb

যে verb এর পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য কোন object এর প্রয়োজন হয় না তাকে Intransitive Verb বলে। যেমনঃ go, dance, swim, rise, cry, bark, laugh, arrive, live, lie, sleep, stop, sit, rest, fail, break, close, die, sink, ইত্যাদি

Auxiliary Verb

Auxiliary Verb কে বলা হয় সেই শব্দগুলোকে, যা মূল ক্রিয়াকে (main verb) আরও স্পষ্টভাবে বোঝাতে সাহায্য করে। সাধারণত, Auxiliary Verb গুলো নিজেরা কোনো কাজ বা অবস্থা নির্দেশ করে না, বরং একটি Sentence এর মূল ক্রিয়ার কাল (tense), (mood), এবং (voice) বোঝাতে সাহায্য করে। যেমন:

I am reading a book

The student were playing Football

Non-Finite verb(অসমাপিকা ক্রিয়া)

যেসব Verb দ্বারা Sentence- এর বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় না এবং Subject এর Number, Person, এবং Verb- এর Tense অনুযায়ী যাদের রূপের অথবা গঠনের পরিবর্তন ঘটে না বা হয় না, তাদেরকে মূলত Non finite verb বলে।

Non-Finite verb সাধারণত প্রকার যথাঃ

  • Participle
  • Gerund
  • Infinitive

Participle কাকে বলে

একটি বাক্যে সাধারনত Participle মূলত Adjective কে নির্দেশ করে। এটি একটি বাক্য গঠনে Adjective এবং verb এর কাজ করে। যেমনঃ A rolling stone gathers no moss

Participle সাধারণত ৪ টি গঠনে কাজ করে যথাঃ

Present Participle: verb এর Present form+ ing (এটি Adjective এর মতো আচরণ করে)–The news is interesting.

Past participle: যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে করা বোঝায় তাকে Past Participle বলে।–He had played there

perfect participle: যখন Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective এবং Verb এর কার্য সম্পাদন করে তাকে Perfect Participle বলে।–The sun having risen, darkness is disappeared.

Participle Phrase: Verb (+ ing) + phrase.

Gerund

যখন একটি Sentence এ verb + ing  যুক্ত থাকে এবং verb এর  present form সাথে ing যুক্ত হয়ে একইসাথে Verb এবং Noun এর কাজ করে তাকে Gerund বলে। যেমনঃ

Sleeping is essential for Good health.

Swimming is a good exercise.

Note: এখানে উপরের দুটি বাক্যে sleeping এবং swimming একই সাথে verb এবং Noun এর কাজ করেছে তাই এগুলো gerund হিসেবে বিবেচিত.

Gerund এর কিছু ব্যবহার

subject রূপে: Walking is a good exercise.

Object রূপে:  I enjoy Reading

Preposition এর Object রূপে: He is fond of playing cricket

Infinitive

যখন কোন Sentence এর মধ্যে verb এর present form আগে to বসে একটি বাক্য তৈরি হয় তখন তাকে Infinitive বলে। যেমনঃ

We come to see u again

Infinitive এর ব্যবহার

Present Infinitive: to work, to play, to do ,to go etc.

Present Continuous Infinitive: to be studying , to be playing, to be working etc.

 Perfect Infinitive:  to have helped , to have played, to have worked etc

Linking Verb কাকে বলে

যখন একটি verb sentence এ complement হিসেবে ব্যবহৃত হয়ে Adjective/ Noun কে subject এর সাথে সম্পর্কস্থাপন করে, তাকে Linking verb বলে যেমন:

  • get, feel, remain, sound, smell, act, stay, continue.  Be verb
  • could not help/ cannot help, be + used to, get used to, worth, mind, with a view to, be addicted to, prefer পরে verb -এর সাথে ing ” যোগ হবে.

 He got used to smoking

The book is worth reading

Be verb কাকে বলে

যে Verb গুলো নিজস্ব কোন অর্থ থাকে না এবং বিভিন্ন ধরনের Sentence তৈরিতে Principle Verb কে সাহায্য করে তখন তাকে Be Verb বলে।

Be Verb গুলোকে সাধারণত Helping Verb বা Auxiliary Verb ও বলা হয় কারণ Principle Verb কে Sentence গঠনে সাহায্য করে।

Tense  অনুযায়ী Be verb বিভিন্ন রূপ

  • Present Continuous Tense: (am / is / are )
  • Present perfect Tense : ( have / has)
  • Present perfect Continuous Tense : (have been / has been)
  • Past Continuous Tense : (was / ware)
  • Past Perfect Tense : (had )
  • Past Perfect Continuous: (had been )
  • Future Indefinite Tense : (shall / will )
  • Future Continuous Tense : ( shall be / will be )
  • Future perfect Tense : (shall have / will have)
  • Future Perfect Continuous Tense : (shall have been / will have been)

আশা করি, উপরের সকল তথ্য আপনাদের ভবিষ্যৎ অনুসন্ধানের কাজে আসবে তাই আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। Verb সম্পর্কে আরো কোন তথ্য জানতে হলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা যে কোন তথ্য জানতে হলে আমাদেরকে জানাতে পারেন “ধন্যবাদ”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *